১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে ডোনাভান সঃ প্রাঃ বিদ্যালয়ে তথ্য অফিসের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিস্তারিত
জেলা তথ্য অফিস পটুয়াখালরি উদ্যোগে ১০ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ মঙ্গলবার বেলা ১১:০০ ঘটিকায় গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পটুয়াখালী সদর উপজেলার ডোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। সিনিয়র জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে অবদান, কারাজীবন ও স্বদেশে ফিরে আসার ইতিহাস তুলে ধরেন। সহকারি তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপনের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন ডোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে ৫ম শ্রেণির মুশফিক রহিম, ৪র্থ শ্রেণির নাবিল, ৫ম শ্রেণির রিয়ান এবং খ গ্রুপে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে ৩য় শ্রেণির ওমর ফারুক, ৩য় শ্রেণির আদিল ও ১ম শ্রেণির নাহিদ। চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।