সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর নেছার উদ্দিন মেম্বর বাড়ীতে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত
বিস্তারিত
১৭/০৫/২০২৩ খ্রি.
জেলা তথ্য অফিস পটুয়াখালীর উদ্যোগে আজ ১৭ মে ২০২৩ খ্রি. তারিখ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর নেছার উদ্দিন মেম্বর বাড়ীতে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় শাখার পরিচালক জনাব হাছিনা আক্তার মহোদয়। উঠান বৈঠকে আরও বক্তব্য প্রদান করেন সহকারী তথ্য অফিসার জনাব মোঃ আশরাফুল ইসলাম তপন এবং ইউনিয়ন পরিষদ সদস্য জনাব নেছার উদ্দিন। ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া উঠান বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ব্রান্ডিং, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে জ্বালানী সাশ্রয়, গুজব প্রতিরোধ, অপপ্রচার ও অপরাজনীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, অটিজম, সোশ্যাল মিডিয়ার সদ্ব্যবহার, সামাজিক মূল্যবোধ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন এবং জাতীয় আইনগত সহায়তা নিয়ে আলোচনা করা হয়।