#৩০ জানুয়ারি ২০২৩ খ্রি. সোমবার ঃ জেলা তথ্য অফিস পটুয়াখালীর উদ্যোগে ৩০ জানুয়ারি ২০২৩ তারিখ সোমবার বেলা ১০:০০ ঘটিকায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় পটুয়াখালী সদর উপজেলার বড় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা
মোঃ শাহজাহান খান। উচ্চমান সহকারী মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ সোয়াইব মিয়া, আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আবু তালেব, বড় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ। মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ব্রান্ডিং, চতুর্থ শিল্প বিল্পবের গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার আইন ২০০৯, অটিজম, সামাজিক মূল্যবোধ এবং জাতীয় আইনগত সহায়তা নিয়ে আলোচনা করা হয়। মহিলা সমাবেশে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।